সংবাদদাতা, অন্ডাল :- অপরাধ, গৃহশিক্ষকের প্রশ্নের উত্তরে ইংরেজি বর্ণমালার ‘পি’ এর পরের বর্ণটি বলতে পারেনি নিম্ন কেজি বিদ্যালয়ের ছাত্রটি। সামান্য সেই অপরাধের জন্য গৃহশিক্ষক ওই ক্ষুদে শিশুটিকে চড় থাপ্পড় মারে। এমনকি কলার ধরে উপরে তুলে মাটিতে জোড়ে আছাড় মারে। আঘাত পেয়ে কান্নায় ভেঙে পড়লেও রেহাই পায়নি শিশুটি। এই অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। ঘটনাটি জামুরিয়া কেন্দা পুলিশ ফাঁড়ির পড়াশিয়া গ্রামের।
সমাজ মাধ্যমে গৃহশিক্ষকের এই আচরণ দেখে নেটিজেনদের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও শিশুটির অভিভাবক। তারা ওই শিক্ষকের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে এবং তার বাড়িতে চড়াও হয়। পরিস্থিতি আঁচ করে আগেই ওই গৃহশিক্ষক বাড়ি ছেড়ে চলে যান।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পরে অভিযুক্ত গৃহশিক্ষককে পাণ্ডবেশ্বর এলাকা থেকে আটক করে পুলিশ।


















