eaibanglai
Homeএই বাংলায়প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে হাঁটবেন আসানসোলের ছাত্রী

প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে হাঁটবেন আসানসোলের ছাত্রী

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আগামী ২৬ জানুয়ারি ২০২৫ এর প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন আসানসোলের বিধান চন্দ্র রায় বা বিসি কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার রানি কর্মকার। রানি দিল্লিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। মঙ্গলবার এই কথা জানিয়েছেন বিসি কলেজের এনএসএস বা ন্যাশানাল সার্ভিস স্কিমের এইচওডি বা বিভাগীয় প্রধান ডঃ বর্ণালী প্রামাণিক।

স্বাভাবিক ভাবেই এই নির্বাচনে খুশি ও উচ্ছ্বসিত বিসি কলেজের তৃতীয় সেমিস্টারের পড়ুয়া রানি কর্মকার। রানি জানান, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এনএসএসের ভলেন্টিয়ার হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। পাশাপাশি কলেজের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না বলেও দাবি করেন তিনি। এরজন্য কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন রানি ।

দুই ধাপে নির্বাচিত হয়ে রানি প্রজাতন্ত্র দিবসের প্যারেড হাঁটার সুযোগ করে নিয়েছে। প্রথমে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচিত হন। এরপর বাংলা পর্যায়ে নির্বাচিত হন বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য । এই নির্বাচন প্রক্রিয়া অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়। যেখানে বাংলার হয়ে রানির পাশাপাশি আরো সাতজন ন্যাশানাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবকে নির্বাচিত করা হয়েছে। বাংলা থেকে মোট আটজন নির্বাচিত হয়েছেন, যার মধ্যে চারজন ছাত্রী ও চারজন ছাত্র। প্রতিবছর দিল্লিতে এই মর্যাদাপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করে থাকে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments