সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার আসানসোল রেল স্টেশনে কড়া নজরদারি শুরু করেছে আরপিএফ। পুরো স্টেশন চত্বর জুড়ে ডগ স্কোয়াডের সাহায্যে ব্যাপক তল্লাশি চালানো হয়। প্ল্যাটফর্মেও তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি, যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। মেটাল ডিটেক্টর দিয়েও ব্যাগ পরীক্ষা করা হয়। আসানসোল স্টেশন চত্বরের গাড়ী স্ট্যান্ড থেকে শুরু করে রেলের পার্সেল দপ্তর প্লাটফর্মের বিভিন্ন জায়গায় পুলিশ কুকুর নিয়ে চলে অনুসন্ধান। স্বাধীনতা দিবস উপলক্ষে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে আরপিএফের তরফে এই পদক্ষেপ বলে জানা গেছে।





