অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: জাতীয় শিক্ষানীতি-২০২০ শিক্ষাজগতে কতটা প্রভাব ফেলতে পারে, সুবিধা-অসুবিধা কী, কীভাবে সমাজের বেশি সংখ্যক মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়া যেতে পারে, শিক্ষাকে যুগোপযোগী করতে হলে কী কী পরিবর্তন আনা প্রয়োজন ইত্যাদি নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য আসানসোলের পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউটে একদিনের আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শচীন রায়, মিতা রায় ও শিক্ষার্থীরা সহ এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। কলকাতা, বীরভূম থেকেও বেশ কিছু আগ্রহী ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় পরিবর্তিত পরিবেশে শিক্ষা প্রদানের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তনের উপর আলোকপাত করার পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণীর উন্নয়নের জন্য শিক্ষা কীভাবে কার্যকর ভূমিকা নিতে পারে সেইবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আধুনিক যুগে শিক্ষা প্রদানের বিষয়ে কিছু গবেষণামূলক কাজ সংক্রান্ত একটি বই প্রকাশ করা হয়। শচীন বাবু বলেন, আধুনিক যুগে শিক্ষা প্রদানের পদ্ধতিতে সম্পর্কে যেসব পরিবর্তন হয়েছে সেগুলি নিয়ে সভায় আলোচনা করা হয়। এই প্রতিষ্ঠানটি সমাজে আদর্শ শিক্ষক তৈরি করতে সর্বদা সচেতন আছে।











