অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: সমগ্র রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সক্রিয় সহযোগিতায় আসানসোলের বিএনআর মোড়ে অবস্থিত রবীন্দ্র ভবনে শুরু হলো চারদিন ব্যাপী নাট্য সম্মেলন। ২০ শে নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৩ শে নভেম্বর পর্যন্ত। এবার নাট্য সম্মেলনের রজত জয়ন্তী বছর। পশ্চিম বর্ধমান জেলা পর্যায়ে আয়োজিত সম্মেলনে ছোট-বড় সাতটি নাটক মঞ্চস্থ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) কৌশিক সিনহা, আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জ্জী, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জ্জী, দিব্যেন্দু ভগত, পশ্চিম বর্ধমানের ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল, দূর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি সহ এলাকার নাট্যজগতের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সম্মেলনের সূচনা করেন।


















