eaibanglai
Homeএই বাংলায়আসানসোল দক্ষিণ টাউন ব্লকের তৃণমূলের পূর্ণ কমিটি ঘোষণা

আসানসোল দক্ষিণ টাউন ব্লকের তৃণমূলের পূর্ণ কমিটি ঘোষণা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলতি বছরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। সেই প্রস্তুতির পদক্ষেপ অনুসারে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করতে আসানসোল দক্ষিণ টাউন ব্লকের পূর্ণ কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

বার্নপুরের মসজিদ রোডে অবস্থিত দলীয় টাউন অফিসে অনুষ্ঠিত এক সভায় ব্লক সভাপতি পূর্ণেন্দু ওরফে টিপু চৌধুরী নতুন কমিটির ঘোষণা করেন। তিনি বলেন, “প্রায় চার মাস আগে আমাকে আসানসোল দক্ষিণ টাউন ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এসআইআর সহ বিভিন্ন কারণে এতদিন পূর্ণ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এদিন সেই কমিটি ঘোষণা করা হলো।” পাশাপাশি তিনি জানান, নতুন কমিটিতে সংগঠনের ভারসাম্য রক্ষা করে সকল স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে সমাজসেবী ব্যক্তিদের পাশাপাশি দলের নতুন ও পুরনো কর্মীদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া যারা আগে বাইরে থেকে দলের হয়ে কাজ করতেন, তাদেরও সংগঠনে যুক্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এই নতুন কমিটি আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করবে।

নতুন কমিটিতে ২২টি ওয়ার্ড নিয়ে গঠিত দক্ষিণ টাউন ব্লকে আসানসোল পুরনিগমের দুই বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি ও ডাঃ দেবাশিস সরকারকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়াও ১১ জন সাধারণ সম্পাদক, ২২ জন সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, ১৮ জন এক্সিকিউটিভ সদস্য এবং ২২টি ওয়ার্ডের মধ্যে ১১ জন নতুন ওয়ার্ড সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments