সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো দলেরই যুব সংগঠনের নেতার বিরুদ্ধে। যা প্রকাশ্যে এনে দিয়েছে শাসক দলের গোষ্ঠী কোন্দলের বিষয়টি। যদিও বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়লেও গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব। বুধবার ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির সাতগ্রাম কোলিয়ারি সংলগ্ন এলাকায় ।
জানা গেছে কিছুদিন আগেই এই ওয়ার্ডেরই এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সের জন্য ইসিএলের সঙ্গে যোগাযোগ করা হলে ইসিএল কতৃপক্ষ টালবাহানা করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়ছিলো। সেই ঘটনার প্রতিবাদ জানাতে ও এলাকার বেশ কিছু দাবি নিয়ে স্থানীয় বাসিন্দারা বুধবার শাসক দলের যুব সংগঠনের সভাপতি জয়প্রকাশ বাউরির নেতৃত্বে কেকেএসসির কার্যালয়ে যান। সেই সময় কার্যালয়ে বসে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা আলোচনা করছিলেন। তখন শ্রমিক সংগঠনের নেতারা এলাকার বাসিন্দাদের সামনে জয়প্রকাশ বাউরির সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। আর এরপরেই জয়প্রকাশ বাউরি ও তার লোকজন কার্যালয়ে হামলা করে ভাঙচুর করে বলে দাবি করা হয়েছে। যদিও জয়প্রকাশ নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
স্বাভাবিকভাবেই, এই ঘটনায় চরম অস্বস্তিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি নেতৃত্ব। প্রকাশ্যে কেউ বিষয়টি নিয়ে মুখ না খুললেও বিষয়টি নিয়ে দলীয় স্তরে খোঁজখবর শুরু হয়েছে বলে খবর।





