সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গত বৃহস্পতিবার কলকাতায় দলীয় সমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোটার তালিকায় বিজেপি অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকাচ্ছে বলে অভিযোগ করেছিলেন এবং দলীয় নেতৃত্বকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিলেন। এরপরই বিষয়টি নিয়ে তৎপরতা দেখা গেল পশ্চিম বর্ধমান তৃণমূল নেতৃত্বকে। শুক্রবার ভোটার তালিকায় ভুয়ো ভোটার রুখতে দুর্গাপুর ও আসানসোলে দুটি পৃথক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এদিন জেলা সভাপতির উপস্থিতিতে ব্লক সভাপতিদের নিয়ে ভোটার তালিকা সংশোধনী বিষয়ে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক করা হয় দুর্গাপুর ও আসানসোল জেলা কার্যালয়ে। সকাল ১১ টায় দুর্গাপুর তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে পাণ্ডবেশ্বর ব্লক, দুর্গাপুর ফরিদপুর ব্লক, অন্ডাল ব্লক ও দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার চারটি ব্লকের নেতৃত্বদের নিয়ে মিটিং হয়। অন্যদিকে, আসানস জেলা কার্যালয়ে আসানসোল মহকুমার জামুরিয়া ব্লক ১ ও ২ , আসানসোল উত্তর বিধানসভা, আসানসোল দক্ষিণ বিধানসভা, রানিগঞ্জ বিধানসভা, বারাবনি বিধানসভা ও কুলটি বিধানসভার ব্লক সভাপতিদের নিয়ে মিটিং হয়। আসানসোলের বৈঠকে জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।
দুটি মিটিং থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্লক সভাপতিদের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভুয়ো ভোটার রুখতে একত্রিত হয়ে সাধারণ মানুষের মধ্যে মাঠে নেমে কাজ করার নির্দেশ দেন। এই কাজে কোন খামতি রাখা চলবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন তিনি।





