সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল পুরনিগমের ৫২ নম্বর ওয়ার্ডে বার্নপুর রোডের কোর্ট মোড় এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের হামলার অভিযোগ উঠল। অভিযোগ কার্যালয়ের গেটে লাগানো তালা ভাঙার চেষ্টার পাশাপাশি কার্যালয়ের বাইরে লাগানো ব্যানার ছেঁড়া হয়েছে । সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু ও হীরাপুর থানার পুলিশ। মৌসুমী দেবী বলেন, “এই কাজ কোন মানসিক ভারসাম্যহীনের বলে মনে হচ্ছে না। এটা অপরাধপ্রবণ মনোভাব নিয়ে করা কোন মানুষের কাজ। গোটা ঘটনাটি বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।”
অন্যদিকে পুলিশ জানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হচ্ছে।