eaibanglai
Homeএই বাংলায়এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে তোপ পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা নেতৃত্বের

এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে তোপ পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা নেতৃত্বের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোল,দুর্গাপুরঃ- প্রথম থেকে রাজ্যে এসআইআর চালু করা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি জানিয়েছেন যত ক্ষণ না রাজ্যের প্রতিটি মানুষের এনুমারেশন ফর্ম পূরণ হচ্ছে, তত ক্ষণ তিনিও ফর্ম পূরণ করবেন না। যদিও গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিয়ার নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজ। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন। রাজনৈতিক প্রতিনিধিরাও থাকছেন তাদের সঙ্গে। এযাবত বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলায় সেভাবে এসআইআর নিয়ে কোনও দুর্ঘটনা, বিরোধীতা বা অভিযোগ সামনে আসেনি। তবে মঙ্গলবার আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃণমুল কংগ্রেসের জেলা পার্টি অফিসে রীতিমতো সাংবাদিক বৈঠক করে রাজ্যে এসআইআর চালু নিয়ে কেন্দ্রকে তোপ দেগে প্রতিবাদে সরব হলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন যেখানে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।

এদিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার ক্রমাগত জনগণকে হয়রানি করে চলেছে। প্রথমে নোট বাতিল, তারপর জিএসটি। এখন এসআইআর। তারা এটা করছে কারণ বিজেপি বাংলায় নির্বাচনে জিততে পারেনি। তাই তারা এইভাবে বাংলার জনগণকে হয়রানি করছে। কিন্তু এইসব করে কোনও লাভ হবে না । কারণ এই বাংলায় , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, জনগণের কল্যাণের জন্য এই সরকার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে এই জেলায় যে ২০১ জনের বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে, তাদের প্রত্যেককে ক্ষতি পূরণ দেওয়া হবে। যেসব বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত তাদেরকে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং যাদের বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর থেকে বোঝা যায় যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের স্বার্থ রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার, যারা কেবল জনগণকে হয়রানি করতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ।”

অন্যদিকে এদিন দুর্গাপুর পূর্ব বিধানসভার ৪০ নম্বর বুথের বিএলএ ২ সুকুমার সিংকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে তাকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জেলা বিজেপি সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন,” রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে না যে রাজ্যে এসআইআর হোক। তাই তারা এই ধরনের কাজ করছে। মমতা পুলিশ ও মমতা প্রশাসন এইভাব বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চাইছে। আমরা চাই রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট হোক। “

যদিও, বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ জানান, তিনি ওই অভিযোগ শোনার পর ওই বুথ এলাকার নেতাদের সঙ্গে কথা বলে জানতে পারেন কোন মারধরের ঘটনা ঘটেনি। তিনি বলেন, “বিজেপির কোথাও কোন সংগঠন নেই। তাই এইসব করে খবরে ভেসে থাকার চেষ্টা করছে । সাতদিনের বেশি সময় হয়ে গেলো এসআইআর শুরু হয়েছে। কোথাও কোন বিজেপির বিএলএকে কেউ দেখতে পেয়েছেন? তার পরে তো মারধর প্রশ্ন।”

অন্যদিকে পুলিশের তরফে জানা গেছে বিজেপি বিলিএকে মারধরের কোন অভিযোগ এপর্যন্ত দায়ের হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments