সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আসানসোলে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। এদিন আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকারের নেতৃত্বে আসানসোলের এসবি গরাই রোডের ইসমাইল মোড়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গ্য়াসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভে সরব হন বিক্ষোভকারীরা।
এই প্রসঙ্গে ডাঃ দেবাশীষ সরকার বলেন, “রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়েই কেন্দ্রীয় সরকার ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে। কিছুদিন আগে ৭৪৮টি প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, ১ এপ্রিল থেকে সারা দেশে টোল ট্যাক্স বাড়ানো হয়েছে যার সরাসরি প্রভাব পড়বে মুদ্রাস্ফীতির উপর। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি থেকে এটা স্পষ্ট যে এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার গুটিকয়েক পুঁজিপতির সরকার। তাই এর বিরুদ্ধে রব হয়েছি আমরা।”
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামে স্থিতিবস্থা বজায় ছিল। কিন্তু নতুন অর্থ বছরের শুরুতেই হঠাৎ করেই দাম বৃদ্ধি করল মোদি সরকার। সোমবার গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। একলাফে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ গ্রাহকদের গ্যাসের সিলিন্ডারের জন্য এখন দিতে হবে ৮৭৯ টাকা। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। ফলে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব হেঁশেলে এর প্রভাব পড়বে।





