eaibanglai
Homeএই বাংলায়পুনর্বাসন দেওয়া হয়নি, দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ তৃণমূল শ্রমিক নেতার

পুনর্বাসন দেওয়া হয়নি, দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ তৃণমূল শ্রমিক নেতার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- তৃণমূল পরিচালিত আসানসোল পুরনিগমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে সরব হলেন দলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া।

প্রসঙ্গত আসানসোলের সেন্ট জোসেফ হাইস্কুলের সামনে রাস্তার পাশে ব্যবসা করা দোকানদারদের প্রায় ২ বছর আগে উচ্ছেদ করেছিল আসানসোল পুরনিগম। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে তাদেরকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তাদের বেশিরভাগকেই এখনও পুনর্বাসন দেওয়া হয়নি। উচ্ছেদের পর ওই জায়গায় একটি পার্ক তৈরি করা হয় এবং সেই পার্কে একটি নার্সারিকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার আইএনটিটিইউসি নেতার নেতৃত্বে উচ্ছেদ হওয়া দোকানদারেরা ওই পার্কে গিয়ে বিক্ষোভ দেখান। তারা প্রশ্ন তোলেন, শুধুমাত্র একজন দোকানদারকে পুনর্বাসন দেওয়ার কারণ কি ?

এদিন রাজু আলুওয়ালিয়া বলেন, “প্রায় ২ বছর আগে ৪১ জন দোকানদারকে উচ্ছেদ করা হয়েছিলো। তাদের মধ্যে কেউ চা বিক্রি, কেউ মোটরসাইকেল মেরামতির মতো ছোটখাট ব্যবসা করে সংসার চালাত। সেই সময় সকলকে পুনর্বাসন দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু ২ বছর কেটে গেলেও একজন ছাড়া আর কাউকে পুনর্বাসন করা হয়নি। একজনকে নার্সারির ব্যবসা করতে দেওয়া হয়েছে। বাকিরা গত দুই বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন।” এদিন তিনি এও দাবি করেন, মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পুরো বিষয়টি জানলেও কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না।

অন্যদিকে বিষয়টি নিয়ে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হককে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন ওই দোকানদারদের পুনর্বাসিত করার চেষ্টা করা হয়েছিল। রবীন্দ্র ভবনের সামনে আসানসোল পুরনিগমের নির্মিত মার্কেটে দোকান দেওয়া হয়েছিলো। কিন্তু উচ্ছেদ হওয়া দোকানদাররা সেখানে যেতে অস্বীকার করেন। তখন তাদের বলা হয়েছিল ভবিষ্যতে কোনও প্রকল্প আসলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প দোকান দেওয়া হবে। তবে বর্তমানে আসানসোল পুরনিগমের এমন কোনও প্রকল্প নেই। পাশাপাশি দলেরই শ্রমিক নেতার এইভাবে দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে বিরোধীতা করা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি পুরনিগমের ডেপুটি মেয়র। তিনি শুধু বলেন, “সংগঠনের নেতৃত্বরাই এর উত্তর দিতে পারবেন।”

যদিও রাজু আলুওয়ালিয়া দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতা প্রসঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এমন একটি সরকার রয়েছে যারা পুনর্বাসন ছাড়াই কাউকে উচ্ছেদে কখনও বিশ্বাস করে না। তবে আসানসোল পুরনিগমের কিছু লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে উপেক্ষা করে কাজ করছেন। যে কারণে আসানসোল পুরনিগমের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাদের বিরোধিতা করার পূর্ণ অধিকার আমার রয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments