eaibanglai
Homeএই বাংলায়ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে মন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে মন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সম্প্রতি নিম্নচাপের জেরে পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ে ডিভিসি। যার ফলে দামোদরের নিম্ন অববাহিকায় বন্য পরিস্থিতি তৈরি হয়। যা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ডিভিসির বিরুদ্ধে রাজ্য সরকারকে না জানিয়ে অতিরিক্ত জল ছেড়ে উৎসবের মরশুমে কৃত্রিম বন্যা পরিস্থিতি তৈরি করার অভিযোগ তোলেন তিনি।

সেই অভিযোগকে সামনে রেখে শুক্রবার রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ঝাড়খণ্ডের পাঞ্চেত বাঁধের প্রধান কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করে সরব হলেন। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ ঝাড়খণ্ড তৃণমূল কংগ্রেস নেতারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি পুরুলিয়া থেকে বিপুল সংখ্যায় তৃণমূল সমর্থকও বিক্ষোভে অংশ নেয়। পরে বিক্ষোভকারীরা পাঞ্চেত জলাধারের আধিকারিকদের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

পরে মন্ত্রী মলয় ঘটক বলেন, “এদিন ডিভিসির তরফে আমাকে বলা হয়েছে, মাত্র ৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। কিন্তু কাল যে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হবে না, তার গ্যারান্টি কোথায়? গত ৭ অক্টোবর তৃণমুল কংগ্রেসের তরফে মাইথনে একই দাবি জানিয়ে একটা স্মারক লিপি দেওয়া হয়েছিলো। কিন্তু সেদিনই ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়। এরফলে হুগলির খানাকুলের ৫ টি গ্রাম ডুবে যায়। আমাদের দাবি জল ছাড়তে হলে আগে রাজ্য সরকারকে জানাতে হবে। আলোচনা করে জল ছাড়তে হবে। যাতে রাজ্য সরকার নিচু এলাকা থেকে মানুষদের সরিয়ে নিতে পারে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments