সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ভিড়ের ঠেলাঠেলিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল যুবকের। সোমবার আসানসোল ডিভিশনের বরাচক স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মহঃ আফতাব আলম (২৬)। পেশায় রাজমিস্ত্রী মহঃ আফতাব ঝাড়খণ্ডের গিরিডির কুরেশি মহল্লার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। রানিগঞ্জে পীরবাবার মেলা দেখে ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
জানা গেছে মহঃ আফতাব সোমবার রানীগঞ্জে মাজারে পীরবাবার মেলা দেখতে এসেছিলেন। সেখান থেকে আসানসোলে এক বন্ধুর সাথে দেখা করতে যান। বন্ধুর সঙ্গে দেখা করে আসানসোল থেকে মধুপুরের ফেরার ট্রেন ধরেন। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকলেও ট্রেনে উঠে পড়েন যুবক এবং কোনোমতো দরজায় সামনে দাঁড়ানোর জায়গা পান। কিন্তু ট্রেন আসানসোল স্টেশন ছেড়ে বরাচক স্টেশনে ঢোকার মুখেই ঘটে যায় দুর্ঘটনা। ভিড়ের ঠেলাঠেলিতে চলন্ত ট্রেন থেকে পড়ে যান আফতাব। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই তার মৃত্য হয়। পরে খবর পেয়ে বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন।
ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।





