eaibanglai
Homeএই বাংলায়পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রকল্পে নাম নথিভুক্তকরণ শিবির

পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রকল্পে নাম নথিভুক্তকরণ শিবির

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রকল্পে নাম নথিভুক্তকরণ শিবির হয়ে গেল আসানসোলে। শনিবার আসানসোল সিটি বাসস্ট্যান্ডে যৌথ উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন করেছিলো মিনিবাস এ্যাসোসিয়েশন এবং আসানসোল বাস এ্যাসোসিয়েশন।

রাজ্য সরকারের এই প্রকল্পে ৩০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হয়। তবে পরিবহন শ্রমিকদের কোন ফি লাগে না। রাজ্য সরকার প্রতি পরিবহন কর্মী পিছু মাসে ৫৫ টাকা করে জমা দেয়। ৬০ বছর হওয়ার পরে পরিবহন কর্মী যখন অবসর নেবেন তখন তিনি এই প্রকল্প থেকে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা পাবেন। মাসে দেড় হাজার টাকা পেনশন পাবেন। এছাড়াও কোন দুর্ঘটনায় পরিবহন কর্মী বা শ্রমিকের মৃত্যু হলে তিনি পাবেন ২ লক্ষ টাকা। স্বাভাবিক মৃত্যু হলে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এর পাশাপাশি পথ দুর্ঘটনায় আহত হয়ে কাজ করতে না পারলে বা চোখ নষ্ট হয়ে গেলে এই প্রকল্প থেকে আর্থিক ক্ষতি পূরণ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অ্যদিকে আসানসোলের দুটি বাস মালিক অ্যাসোসিয়েশন জানিয়েছে তাদের সংগঠনের কর্মী সদস্যদের নথিভুক্তকরণ ফি জমা দিতে হবে না, অ্যাসোসিয়েশন তা দিয়ে দেবে ।

এদিন আসানসোলের শিবিরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, “২০১১ সালের আগে পরিবহন শ্রমিক সহ কেউই এই ধরনের সুবিধা পেতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সকলেই সামাজিক নিরাপত্তা পাচ্ছেন।”

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ডেপুটি লেবার কমিশনার সহ বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments