সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মাত্র দিন পনেরোর সদ্যোজাত শিশুকে পাচারের চেষ্টা। পাচারের আগেই সতর্ক আরপিএফ বাহিনীর হাতে ধরা পড়ে গেল দুই মহিলা সহ এক ব্যক্তি।
জানা গেছে, রবিবার আসানসোল স্টেশনে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ-এর এসআই শুভ্রা দে লক্ষ্য করেন যে একজন মহিলা (৬০) ১৫ দিনের একটি শিশুকে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, একজন পুরুষ (৩৭) সন্দেহজনকভাবে ২ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছেন। পাশাপাশি আরও এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে কেউই শিশুটিকে নিয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি, উল্টে একে অপরের পরস্পরবিরোধী কথাবার্তা বলতে থাকেন। এরপরই আরও তদন্তের জন্য তিনজনকে আসানসোল রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আসানসোল রেল পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয় এবং তিনজনকে গ্রেফতার করে, তাদের জেরা করা হচ্ছে বলে রেল পুলিশ জানিয়েছে। অন্যদিকে শিশুটিকে রেলওয়ে শিশু সহায়তা ডেস্কে দেওয়া হয় সুরক্ষার জন্য।
প্রসঙ্গত পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আরপিএফ বাহিনী আসানসোল স্টেশন থেকে ” অপারেশন আহট ” অভিযানে এক দিন আগেই কয়েকজন নাবালকে উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের আসানসোল স্টেশনে শিশু পাচারের চেষ্টা বানচাল করল আরপিএফ বা রেলওয়ে সুরক্ষা বাহিনী।





