সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা থেকে আসানসোলগামী ভলভো বাস। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাসের যাত্রীরা। তবে অল্পবিস্ত আহত হয়েছেন চার যাত্রী সহ বাসের চালক।
এদিন সকাল দশটা নাগাদ যাত্রী বোঝাই ওই ভলভো বাসটি কলকাতা থেকে আসানসোলে যাওয়ার পথে রানিগঞ্জের রানিসায়ের মোড়ের কাছে টিভি হাসপাতালের সামনে দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, একটি পণ্য বোঝাই ১০ চাকার ট্রাক বাসের পাশাপাশে যাচ্ছিল। আচমকাই ট্রাকটি ইন্ডিকেটর বা সিগন্যাল না দিয়েই ভলভো বাসের সামনে এসে বাঁদিকে চলে যায়। ট্রাকটি একেবারে সামনে চলে আসায় ভলভো বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসের চালক কোনমতে বাসটি ডিভাইডারে তুলে দেন। তাতে বাসটি গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে লোহার ব্যারিকেডে। দুর্ঘটনায় বাসের কেবিনটি ক্ষতিগ্রস্ত হয়। কেবিনে থাকা চার যাত্রী ও বাসের চালক ঘটনায় আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও ট্রাফিক গার্ড পুলিশ। এলাকার বাসিন্দাদের সাহায্যে পুলিশ বাস থেকে যাত্রীদেরকে উদ্ধার করে। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কলকাতা আসানসোল লেনে যান চলাচল সাময়িক ব্যহত হয়।





