eaibanglai
Homeএই বাংলায়জঙ্গলে আবর্জনার মধ্যে ভোটার কার্ড, চাঞ্চল্য, তদন্তে ব্লক প্রশাসন

জঙ্গলে আবর্জনার মধ্যে ভোটার কার্ড, চাঞ্চল্য, তদন্তে ব্লক প্রশাসন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- জঙ্গলে গাছের নিচে আবর্জনার স্তূপে মিললো সচিত্র পরিচয় পত্র বা ভোটার কার্ড। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার বারাবনি বিধানসভার সামডি গ্রাম পঞ্চায়েতের লোহাট এলাকায়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন।

মঙ্গলবার সকালে লোহাটের স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে জঙ্গলে গাছের নিচে আবর্জনার মধ্যে এই ভোটার কার্ডগুলো দেখতে পান। কিছু কার্ড কাদায় মাখা ও কিছু কার্ড প্লাস্টিকের ব্যাগে বাঁধা ছিলো। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পরিত্য়ক্ত ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কার্ডগুলোতে চিত্তরঞ্জনের বিভিন্ন বাড়ির ঠিকানা উল্লেখ আছে। কিন্তু নাম ও ছবি স্থানীয়দের কাছে অচেনা। স্থানীয়দের আশঙ্কা, এটা আসন্ন নির্বাচনের আগে ভুঁয়ো ভোটার তৈরির চক্রান্ত হতে পারে। চিত্তরঞ্জন ঘনবসতিপূর্ণ এলাকা। সম্ভবত নির্বাচনের সময় ভোট দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিলো ওই কার্ড। যে কোন কারণেই হোক কেউ বা কারা সেগুলি রাতের অন্ধকারে ফেলে গেছে।

স্থানীয়রা আরও জানান ২০১৭ সালেও এই ধরণের ঘটনা ঘটেছিল। সেই সময়ও আসানসোলে আবর্জনায় ভোটার কার্ড পাওয়া গিয়েছিল। তখনও নির্বাচনী জালিয়াতির অভিযোগ উঠেছিল।

স্বাভাবিক ভাবেই এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments