eaibanglai
Homeএই বাংলায়কয়লাখনির সুড়ঙ্গপথে ঢুকে পড়ল জল, আতঙ্ক

কয়লাখনির সুড়ঙ্গপথে ঢুকে পড়ল জল, আতঙ্ক

সংবাদদাতা,আসানসোলঃ- কয়লা খনির সুড়ঙ্গপথে জল ঢুকে পড়ে আতঙ্ক ছড়াল। যদিও শেষপর্যন্ত কোনও বড় দুর্ঘটনা ঘটেনি বলে দাবি খনি কর্তৃপক্ষের। কিন্তু খনিতে সেই সময় কর্মরত একজন চালক আটকে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা আসানসোলের সালানপুরের গৌরান্ডি ভাটাস খোলামুখ খনির।

অন্য়দিকে এই খনিতে জল ঢোকার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায়)। সেই ভিডিওয় দেখা যাচ্ছে সেই সময় সেখানে কয়লা উত্তোলনের কাজ চলছিল। আচমকা খনিতে জল ঢুকে যাওয়ায় আতঙ্কিত শ্রমিকেরা প্রাণ বাঁচাতে খনির বাইরে দৌড়চ্ছেন। প্রাণপণ চিৎকার করে বাকিদের সতর্ক করছেন। জল ঢুকে বড় কোন দুর্ঘটনা না ঘটলেও জলের চাপে থমকে যায় যন্ত্র,আটকে পড়েন মেশিনচালক।

স্থানীয় কিছু শ্রমিক জানিয়েছেন, খনির ভিতরে জল ঢোকার সমস্যা নতুন নয়। আগেও একাধিকবার এমন ঘটেছে। কিন্তু এবারে যে ভাবে জল রীতিমতো স্রোতের বেগে ঢুকে পড়েছিল তা আশঙ্কাজনক।

প্রসঙ্গত,গত কয়েকদিন ধরেই আসানসোল-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি চলছে। মনে করা হচ্ছে লাগাতার প্রবল বৃ্ষিটর জেরে খনি এলাকার মাটির নিচে জলস্তর বেড়ে যাওয়ায় সুড়ঙ্গ পথে সেই জল খনিতে ঢুকে পড়ে। অন্যদিকে খনিতে জল ঢোকার ঘটনা মোটেই হালকা ভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে অল্পের জন্য সবাই বেঁচে গিয়েছে । কিন্তু এই ঘটনা বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারত।

খনি কর্তৃপক্ষ সব ঠিকঠাক থাকার কথা জানালেও এই দিনের ঘটনায় প্রশ্ন উঠেছে খনির পরিকাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে। খনিতে জল ঢোকা রুখতে অ্যালার্ম সিস্টেম থাকা উচিত। থাকলে সেটা কার্যকর হল না কেন? খনির মধ্যে থাকা ড্রেনেজ ব্যবস্থা কতটা সচল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments