সংবাদদাতা,আসানসোলঃ– কর্মরত অবস্থায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল আসানসোলে একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থায়। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে।
মৃত শ্রমিকের নাম স্বপন বাউরি। তিনি আসানসোলের বার্নপুরে অবস্থিত একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে কারখানার ভেতরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন ওই শ্রমিক। সে সময় হঠাৎ করেই ভারী পাইপ তার মাথার উপর পড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা জানান মাথায় গুরুতর আঘাতের কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে কারখানা চত্বরে তুমুল বিক্ষোভ সামিল হন মৃত শ্রমিকের পরিবার পরিজনেরা। অবশেষে গ্যাস কোম্পানির তরফে পরিজনেরা হাতে ক্ষতিপূরণের ২০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।





