সংবাদদাতা,জামুড়িয়াঃ- কারখানায় কর্মরত শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল জামুরিয়া শিল্প তালুকের শেখপুরে অবস্থিত একটি বেসরকারি কারখানায়। অভিযোগ কোনওরকম সেফটি গার্ডের ব্যবস্থা না থাকায় জীবন হাতে নিয়ে কাজ করতে হয় কারখানার শ্রমিকদের। প্রতিবাদে মৃতের সহকর্মী এবং স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা কারখানার গেট আটকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকিরর দাবি রাখেন।
জানা গেছে মৃত শ্রমিকের নাম কেশব বাউরি। তিনি জামুরিয়া থানার চুরুলিয়া এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে শিফটে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার। কারখানার অন্যান্য শ্রমিকদের অভিযোগ কোনোরকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে শ্রমিকদের বাধ্য করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি এদিন তারা মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানান।
শ্রমিকদের বিক্ষোভ ঘিরে এদিন সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় শিল্প তালুক এলাকায়। পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।



















