eaibanglai
Homeএই বাংলায়কাশ্মীরে আটক ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, প্রাণে মারার হুমকি

কাশ্মীরে আটক ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, প্রাণে মারার হুমকি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কাশ্মীরে আটক ঝাড়খণ্ডের ৫ শ্রমিক। এমনকি তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে গুরুতর অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে চিত্তরঞ্জন সংলগ্ন ঝাড়খণ্ডের মিহিজাম এলাকায়। আটক শ্রমিকদের সকলেই এই মিহিজামের বাসিন্দা।

জানা গেছে মাসখানেক আগে দুমকার বাসিন্দা বিজয় মির্ধা, মালিক মির্ধা ও আরো একজন ঠিকাদার ভালো কাজের প্রলোভন দেখিয়ে মিহিজামের পাঁচ যুবককে কাশ্মীরে নিয়ে যান। সেখানে রাস্তার ধারে পাথরের দেওয়াল তৈরির কাজে তাদের লাগানো হয়। এদিকে শ্রমিকদের অভিযোগ বর্তমানে প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের মধ্যেই জীবন হাতে করে তাদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। ঠিকমতো খাবার দাবার দেওয়া হচ্ছে না। এদিকে ঘরে ফিরতে চাইলে প্রত্যেকের কাছ থেকে চল্লিশ হাজার করে টাকা চাওয়া হচ্ছে। টাকা না দিলে প্রাণে মেরে ফালার হুমকিও দেওয়া হচ্ছে। এদিকে ঠিকেদারের ভয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগও জানাতে পারছেন বলে জানিয়েছেন আটক শ্রমিকরা। শেষ পর্যন্ত মোবাইলের মাধ্যমে এক সাংবাদিকের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেন এবং সমস্ত বিষয়টি জানান।

একিটি ভিডিও বার্তায় ঘরে ফিরতে উন্মুখ ওই পাঁচ যুবক জানিয়েছেন কোন সামাজিক সংগঠন বা ঝাড়খন্ড প্রশাসন যেন তাদের উদ্ধারের জন্য দ্রুত উদ্যোগ নেয়। এদিকে দুমকার যে ঠিকাদারদের নাম শ্রমিকেরা বলেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অন্যদিকে প্রশাসনের তরফেও এখনও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে রীতিমতো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ওই শ্রমিকদের পরিবার পরিজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments