সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। এবার তার সঙ্গে আসানসোলের এক যুবকের যোগসূত্রের খবর সামনে এসেছে । যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে শিল্প শহরে।
আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণির “নব অনন্যা কমপ্লেক্সে” ভাড়া থাকা এক যুবকের নাম জ্যোতির সঙ্গে জড়িয়েছে। দুজনের ছবিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে এই যুবকের সঙ্গে জ্যোতি মালহোত্রার যোগাযোগ ছিলো। যুবকের নাম সৌমদীপ ভট্টাচার্য। তার বাবা বাপ্পাজিৎ ভট্টাচার্য আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন।
ওই আবাসন কমিটির সচিব এবং কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি জানান, ওই যুবকের পরিবার প্রায় ৩ বছর ধরে এই আবাসনে ভাড়ি ছিলো। পরিবারে যুবক ও তার বাবা ছাড়াও বোন ছিল। প্রায় ১ বছর আগে তারা এই আবাসন ছেড়ে চলে যান। তবে ওই যুবক কি করতো আবাসনের কেউ জানেন না। মাঝে মাঝে তাকে ব্যাগ নিয়ে বাইরে যেতে দেখা যেত। যা দেখে স্থানীয়রা অনুমান করেছিলেন যুবক পড়াশুনা করতেন। তবে পরিবারের কেউই প্রতিবেশী বা আবাসনের কমিটির সদস্যদের সাথে বিশেষ মেলামেশা করতেন বলেই জানান প্রসেনজিৎবাবু।
সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে প্রসেনজিৎবাবুর সঙ্গে যোগাযোগ করে ওই পরিবার ও যুবকের ব্যাপারে খোঁজ নেওয়া হলে বিষষটি সামনে আসে। এরপরই এলাকায় ওই যুবক ও পরিবার নিয়ে চাপা জল্পনা শুরু হয়। আবাসন কমিটির চেয়ারম্যান কাজি জয়নাল আইসার বলেন,”সত্যি খুব অবাক লাগছে। সঙ্গে ভয়ও লাগছে। আমরা এখন খুবই সতর্ক রয়েছি।”





