eaibanglai
Homeএই বাংলায়'পুলিশ দিবস' পালিত হলো আসানসোল শিল্পাঞ্চলে

‘পুলিশ দিবস’ পালিত হলো আসানসোল শিল্পাঞ্চলে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল:- ২০২০ সালে সমগ্র বিশ্বের সঙ্গে এইরাজ্যের মানবসমাজ যখন প্রাণঘাতী করোনার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কার্যত গৃহবন্দী, অফিস কাছারি সব বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, শুনশান একমাত্র সেদিন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সাহস যোগানোর জন্য রাস্তায় ছিল পুলিশ বাহিনী। তাদের প্রাণের বিনিময়ে সেদিন অসংখ্য সাধারণ মানুষ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পায়। পুলিশের এই আত্মত্যাগকে সম্মান জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে ১ লা সেপ্টেম্বর দিনটি ‘পুলিশ দিবস’ হিসাবে পালন করার কথা ঘোষণা করেন। তারপর থেকে রাজ্যের সমস্ত থানায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।

‘পুলিশ দিবস’ দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাহিনীর সদস্যদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী (আইপিএস), ডিসিপি সদর ড. অরবিন্দ আনন্দ (আইপিএস) সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশ দিবস উদযাপন করেছে, তার কর্মকর্তা ও কর্মীদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে। শ্রী সুনীল কুমার চৌধুরী, আইপিএস, পুলিশ কমিশনার এবং ডঃ অরবিন্দ আনন্দ, আইপিএস, ডিসিপি সদর দপ্তর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন, পুলিশ বাহিনীর ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ, অসামান্য সেবার স্বীকৃতি এবং পুরষ্কারের জন্য পদক এবং শংসাপত্র বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments