শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- জঙ্গলমহলের সফরে এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই বাঁকুড়া জেলার আশা কর্মী ইউনিয়নের আন্দোলন শুরু হলো। চার দফা দাবিতে আন্দোলনে নামলেন আশা কর্মীরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া টাকা প্রদান, মোবাইল সেট প্রদান সহ চার দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেন। মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে পৌঁছে নিজেদের দাবির সমর্থণে স্লোগান দিতে থাকেন তাঁরা, পরে তাঁদের এক প্রতিনিধি দল ভীতরে গিয়ে দাবিপত্র তুলে দেন।
আন্দোলনকারী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন তরফে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার। দাবি আদায়ে আন্দোলনে নামলে শুধুমাত্র প্রতিশ্রুতিই মেলে, সেই প্রতিশ্রুতি আর পূরণ হয়না। দাবি পূরণ না হলে আগামী ১ মার্চ থেকে তাঁরা ‘লাগাতার কর্মবিরতি’তে যাবেন বলেও জানিয়েছেন।