eaibanglai
Homeএই বাংলায়বকেয়া বেতনের দাবিতে অবরোধ, মধ্যস্থতায় তৃণমূল নেতৃত্ব

বকেয়া বেতনের দাবিতে অবরোধ, মধ্যস্থতায় তৃণমূল নেতৃত্ব

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বকেয়া বেতনের দাবি ইসিএলের সাঁকতোড়িয়ায় মূখ্য কার্যালয়ের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কয়লা খাদান ঠিকা মজদুর ইউনিয়নের সদস্যরা। খবর পেয়ে তৃণমূল শ্রমিক সংঘটন আই এন টি টি ইউ সি র জেলা সভাপতি তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে যান ও ইসিএল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আই এন টি টি ইউ সির জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানান, আগামী কয়েকদিনের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ইসিএল আধিকারিকরা। পাশাপাশি পুজোর বোনাসও দিয়ে দেবার কথা হয়েছে। তবে বোনাস না দিলে পুনরায় বিক্ষোভ দেখান হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী জানান, দীর্ঘ তিন মাস ধরে ঠিকা শ্রমিকদের বেতন হচ্ছে না। ইতিপূর্বে শ্রমিক সংঘটনের পক্ষ থেকে আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছিল বকেয়া বেতন দেওয়ার জন্য। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করাতে বাধ্য হয়ে শ্রমিকরা মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি তিনি জানান সিএমডিএ অসুস্থ তাঁর জায়গায় অন্য সিএমডিএ আসছেন। বর্তমানে ডিএম দেখাশোনা করছেন তাঁর সাথে বৈঠক হয়েছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী চারদিনের মধ্যে বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে। পূজার বোনাস নিয়েও কথা হয়েছে সঠিক সময়ে বোনাস দেবার প্রতিশ্রুতি দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments