সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে ফের বিজেপি কর্মীর দেহ উদ্ধার। এবারের ঘটনা জামুড়িয়ার বিজয়নগর এলাকার। মৃত বিজেপি কর্মী বছর ২৭ এর অশোক চক্রবর্তী জামুড়িয়ার একটি বুথের পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছে বলে দাবি স্থানীয় দলীয় নেতৃত্বের। মৃতের পরিবার ও বিজেপি নেতৃত্বের দাবি বিজেপির ওই কর্মীকে খুন করা হয়েছে।
জানা গেছে মৃত বিজেপি কর্মী হিজলগড়া গ্রামের সূত্রধরপাড়ার বাসিন্দা ছিলেন। এদিন সকালে গ্রাম থেকে প্রায় দু’কিলোমিটার দূরে বিজয়নগর মোড়ের কাছে পুনর্বাসন কেন্দ্রের অদূরে একটি ঝোপের মধ্যে অশোকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। অন্যদিকে মৃতের দাদা ধনঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘সকালে শুনতে পাই ক্ষতবিক্ষত একটা দেহ পড়ে রয়েছে। গিয়ে দেখি, আমার ভাই। ওর মাথা থেকে শুরু করে গোটা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’’ তিনি দাবি করেন তার ভাইকে খুন করা হয়েছে। একই সুর শোনা গেছে বিজেপি নেতাদের মুখেও। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘জামুড়িয়ার একটি বুথের সক্রিয় কর্মী ছিলেন অশোক। বুথ স্বশক্তিকরণের কাজ করছিলেন। তাকে খুন করা হয়েছে।’’
অন্যদিকে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
উল্লেখ্য, দিন কয়েক আগে এই জামুড়িয়াতেই ১৯ নম্বর জাতীয় সড়কের বোগরা চটি এলাকায় এক বিজেপি নেতার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার কিনারা হওয়ার আগে আবারও বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।