সংবাদদাতা,আসানসোলঃ– বাড়ি থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা দুষ্কৃতীদের। আসানসোল পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলিপুর এলাকার এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় মহিলারা। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের দাবিতে বৃহস্পতিবার মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন এলাকার মহিলারা।
জানা গেছে গত সোমবার ২২ তারিখ রাতে ওই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি ওই দিন রাতে ১০ বছরের ওই নাবালিকা তার মায়ের সঙ্গে বাড়িতে ঘুমিয়েছিল। বাড়িতে আর কেউ ছিল না। সেই সুযোগে এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত আজহার, সদরুল , ইশরত সহ বেশ কয়েক জন ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে পাশের রাস্তায় ধর্ষণের চেষ্টা করে। যদিও কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও দুষ্কৃতীরা কেউ ধরা পড়েনি। ফলে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান এলাকার মহিলারা।
অন্যদিকে এদিন ওই মহিলাদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে বিষয়টি দেখার আশ্বাস দেন আসানসোলের মেয়র।