সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– খোলা মুখ কয়লাখনিতে ব্লাস্টিংয়ের প্রতিবাদকে ঘিরে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়াল আসানসোলের বারাবনির চরনপুর কয়লাখনিতে। ঘটনায় খনির দুই নিরাপত্তা রক্ষী আহত হয়।
অভিযোগ এদিন দুপুরে খোলা মুখ কয়লাখনিতে ব্লাস্টিংয়ের প্রতিবাদে প্রায় ৫০-৬০ জন স্থানীয় মহিলা ও পুরুষ আচমকাই খনির অফিসে ঢুকে কর্মরত দুই নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করে। পাশাপাশি অফিসের অ্যাসিসটেন্ট ম্যানেজার বিনোদ সিং ও মেশিন অপারেটার শেরু খানের উপরও চড়াও হয়ে মারধর করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু তারা পালিয়ে কোনমতে বেঁচে যান। এছাড়া অফিস ঘরের ভেতরেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় নিরপত্তা বাহিনী সিআইএসএফ। যদিও তার আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিক আহত দুই নিরাপত্তা রক্ষীকে স্থানীয় কেলেজোড়া হসপিটালে নিয়ে যায় পুলিশ। পরে পুরো বিষয়টি নিয়ে খনি কর্তৃপক্ষ বারাবনি থানায় অভিযোগ দায়ের করে।