সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: এ’বছর জুন মাসে আয়োজিত সর্বভারতীয় ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় সারাদেশের প্রায় ৫০০০ পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান দখল করেন আউসগ্রামের পাণ্ডুক গ্রামের বিল্টু মাজি। তার সাফল্যের খবর জানতে পেরে পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠেন।
পাড়ার ছেলে বিল্টুর সাফল্যে খুশি হয়ে একগুচ্ছ বিশিষ্ট জনের উপস্থিতিতে এবার তাকে সম্বর্ধনা দিল রামনগর বান্ধব সমিতি। ক্লাবের পক্ষ থেকে একইসঙ্গে বিল্টুর বাবা জয়দেব মাজি ও মা সুমিত্রা মাজিকেও সম্বর্ধনা দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও পুষ্পস্তবক। সম্বর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, অমল ঘোষ, পরেশনাথ ব্যানার্জী, ছোড়া ফাঁড়ির ওসি ত্রিদিব রাজ এবং ক্লাব সভাপতি মিন্টু চট্টোপাধ্যায় ও সম্পাদক শিবাজী মিত্র সহ অন্যান্য সদস্য এবং বহু বিশিষ্ট ব্যক্তি। যাদের হাত ধরে সে এই জায়গায় পৌঁছেছে সেইসব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিল্টু তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। মঞ্চের সামনে বসে থাকা শিক্ষার্থীদের তিনি বলেন, নিজের ছোটো ছোটো লক্ষ্যগুলি পূরণ করলেই বড় লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে। চলার পথে তাদের তিনি স্বামী বিবেকানন্দ ও গীতার বাণী অনুসরণ করার পরামর্শ দেন। বিল্টুর শিক্ষক তথা ক্লাব সম্পাদক শিবাজী মিত্র বললেন, বিল্টু আমাদের গর্ব। আমরা চাই তার সাফল্যের কাহিনী অন্যদের মধ্যেও প্রেরণা সঞ্চার করুক এবং ভবিষ্যতে তারাও সফল হয়ে আমাদের এলাকা তথা রাজ্যকে গর্বিত করে তুলুক।