জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে ধামসা মাদলের তালে তালে যখন আদিবাসী রমণীরা মনের আনন্দে নৃত্য করেন তখন তার কাছে যেন ম্লান হয়ে যায় পৃথিবীর সব নৃত্য। সেই নৃত্য প্রাণভরে উপভোগ করার জন্য ভিড় জমে যায় যথেষ্ট। আদিবাসী অধ্যুষিত আউসগ্রামের বাসিন্দারা এই বিষয়ে সৌভাগ্যবান। কারণ এখানে আছে বেশ কয়েকটি নৃত্য দল।
আউসগ্রাম-১ নং ব্লকের শোকাডাঙ্গায় আছে ‘সাগেন সাকাম’ নামে একটি নৃত্য দল। আউসগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই নৃত্য দলের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ধামসা মাদল এবং প্রায় কুড়ি জনের হাতে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যের প্রতীক লুঙ্গি পাঞ্চী। এগুলি তাদের হাতে তুলে দেন আউসগ্ৰাম অঞ্চল তৃনমূল কংগ্ৰেস সভাপতি ইন্দাজুল সেখ। আউসগ্ৰাম অঞ্চল তৃনমূল কংগ্ৰেস কার্যালয়ে যখন এগুলি তুলে দেওয়া হয় তখন সেখানে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা খুব খুশি।
ইন্দাজুল সাহেব বললেন, আমরা সারাবছর ওদের পাশে থাকার চেষ্টা। ওরা আমাদের এলাকার গর্ব। আগামী দিনেও ওদের পাশে থাকার চেষ্টা করব।





