eaibanglai
Homeএই বাংলায়অবৈধ মাদকদ্রব্য সম্পর্কে সচেতনতামূলক প্রচার করল পুলিশ প্রশাসন

অবৈধ মাদকদ্রব্য সম্পর্কে সচেতনতামূলক প্রচার করল পুলিশ প্রশাসন

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: একটা সময় গাঁজা সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সহ লুকিয়ে পোস্ত চাষ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। পোস্ত গাছের রস থেকে উৎপন্ন আফিম মাদক হিসাবে ব্যবহার করা হয়। সস্তা ও সহজলভ্য হওয়ার জন্য মাদক দ্রব্যের প্রতি যুব সমাজের তীব্র আসক্তি বেড়ে যায়। ধীরে ধীরে মাদক প্রেমীদের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া হাতে অবৈধভাবে মাদক দ্রব্য চাষ বন্ধ করার পাশাপাশি সরকার এর কুফল সম্পর্কে যুব সমাজের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে যায়। ফলে মাদক দ্রব্যের ব্যবহার অনেকটাই হ্রাস পায়।

প্রাথমিক সাফল্য পেলেও এখানেই থেমে থাকতে রাজী নয় পুলিশ প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরামর্শে আউসগ্রাম-২ নং ব্লকের আবগারি দপ্তর ও ছোড়া ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে ১৪ ই ডিসেম্বর আউশগ্রামের অমরপুর গ্রাম পঞ্চায়েতের ভূঁয়েড়া, আদুরিয়া, অমরপুর সহ রামনগরের বিভিন্ন গ্রামে সচেতনতামূলক প্রচার করার পাশাপাশি প্রচার পুস্তিকা বিলি করা হয়। যাতে কেউ গাঁজা সহ অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য চাষ, পোস্ত চাষ না করে তারজন্য অনুরোধ করা হয়।

সচেতনতামূলক প্রচারে উপস্থিত ছিলেন ছোড়া থানার ওসি ত্রিদিব রাজ, আফগারি দপ্তরের ওসি সৈকত রায় সহ অন্যান্যরা। জানা যাচ্ছে আগামী দিনে এলাকার বিভিন্ন প্রান্তে এইধরনের সচেতনতামূলক প্রচার নিয়মিত চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments