eaibanglai
Homeএই বাংলায়নবান্ন উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা হলো আউসগ্রামে

নবান্ন উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা হলো আউসগ্রামে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: এতদিন এলাকাবাসীর চোখে উনি একজন দক্ষ পুলিশ আধিকারিক, বন ও বন্যপ্রাণী প্রেমী রূপে পরিচিত ছিলেন। আউসগ্রাম থানার অন্তর্গত ছোড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি যে একজন দক্ষ ফুটবলার এবার সেই পরিচয় সামনে এসে গ্যালো। সৌজন্যে নবান্ন উপলক্ষ্যে আউশগ্রামের রামনগর অঞ্চলের পাথরকুচি ফুটবল ময়দানে পাথরকুচি তরুণ সংঘ কর্তৃক আয়োজিত দু’দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ওসি ত্রিদিব রাজের নেতৃত্বে ছোড়া পুলিশ ফাঁড়ির সঙ্গে যুক্ত পুলিশ ও সিভিক কর্মীদের নিয়ে গড়ে ওঠা দলের সঙ্গে আয়োজক পাথরকুচি তরুণ সংঘের মধ্যে একটি প্রীতিমূলক ফুটবল ম্যাচ। দল হেরে গেলেও ওসির ফুটবল দক্ষতা সবার প্রশংসা আদায় করে নেয়। দর্শকদের বিচারে তিনিই সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত হন এবং তার হাতে স্মারক তুলে দেওয়া হয়।

এরআগে গ্রামের নবান্ন উৎসবকে অন্যমাত্রা দেওয়ার জন্য পাথরকুচি তরুণ সংঘের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় ১৬ টি দল নিয়ে দু’দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। চূড়ান্ত পর্বের খেলায় আয়োজক দল দুর্গাপুর বামুনআড়া ক্লাবকে ৩-১ গোলে পরাস্ত করে বিজয়ীর খেতাব লাভ করে। খেলার শেষে উভয় দলের সদস্যদের পুরস্কৃত করা হয়। ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দ্যাখা যায়। দু’দিনই মাঠে ভিড় হয় যথেষ্ট। ওসি বললেন, ছাত্রজীবনে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলেও এখন সেভাবে সুযোগ পাইনা। তবে আজ খুব আনন্দ পেলাম। খেলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে ক্লাব সম্পাদক প্রশান্ত পাল বললেন, নবান্ন উপলক্ষ্যে আমরা প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এরফলে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। গ্রামের খেলাধুলায় বাড়তি উৎসাহ পায়। সহযোগিতার জন্য তিনি ছোড়া পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ অন্যান্যদের এবং গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments