eaibanglai
Homeএই বাংলায়'আমাদের পাড়া, আমাদের সমাধান' - সক্রিয় আউসগ্রামের বিধায়ক

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ – সক্রিয় আউসগ্রামের বিধায়ক

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -: এলাকার বেহাল রাস্তা, নিকাশী নালার সমস্যা ইত্যাদি ১৬ টি বিষয় সমাধানের জন্য গত ২ রা আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে অভিনব ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। মূল লক্ষ্য হলো, নিজ নিজ এলাকার ছোট ছোট সমস্যাগুলি দলমত নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা চিহ্নিত করুক এবং অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলি সমাধানের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করুক।

আউসগ্রাম বিধানসভা এলাকায় শুরু হয়েছে এই কর্মসূচি। শিবিরের কাজকর্ম সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যে এলাকায় যতগুলি শিবির আয়োজিত হয়েছে তার প্রায় প্রতিটিতে উপস্থিত থেকেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। তার উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি করে। তাদের বক্তব্য, বিধায়কের উপস্থিতির জন্য আমরা মনের জোর পেয়েছি এবং খোলামনে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেছি। অন্যদিকে বিধায়ক বললেন, বৃহত্তর পরিসরে অনেক সময় এলাকার ছোটখাটো সমস্যা অবহেলিত থেকে যায়। অথচ সেগুলি সমাধান করা অবশ্যই জরুরি। স্থানীয় বাসিন্দাদের পক্ষে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলি চিহ্নিত করা সহজ। স্থানীয় বিধায়ক হিসাবে আমি চাই স্থানীয় বাসিন্দারা যেন নিঃসঙ্কোচে এইসব সমস্যাগুলি প্রশাসনের সামনে তুলে ধরেন। প্রসঙ্গত, এলাকায় ‘ডাকলেই পাওয়া যায়’ হিসাবে বিধায়কের পরিচিতি এবং তিনি প্রতি মুহূর্তে আপদে বিপদে এলাকাবাসীর পাশে থাকেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments