eaibanglai
Homeএই বাংলায়বন্ধুর জন্মদিনে রুগীদের ফল বিতরণ করল ওরা

বন্ধুর জন্মদিনে রুগীদের ফল বিতরণ করল ওরা

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: ওদের সাধ অনেক হলেও সাধ্য সীমিত। সেই সীমিত সাধ্যকে পাথেয় করে গত কয়েকবছর ধরে ওরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এবারও তার ব্যতিক্রম ঘটলনা। ওরা সব আউসগ্রাম-১ নং ব্লকের একদল অভিন্ন হৃদয় বন্ধু।

গত ৬ ই মার্চ ছিল ওদের প্রিয় বন্ধু মোটু ভাই অর্থাৎ সায়নের জন্মদিন। চিরাচরিত হৈহুল্লোড়ে মেতে না উঠে নিজদের মধ্যে ওরা চাঁদা সংগ্রহ করে। তারপর সেই সংগৃহীত অর্থ দিয়ে কিছু ফল কিনে সেই ফল তুলে দেয় গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা কয়েকজন রুগীর হাতে। বিনিময়ে লাভ করে আশীর্বাদ।

সায়নের বক্তব্য, বন্ধুদের সঙ্গে হৈচৈ করে জন্মদিন পালন করলে কিছু পার্থিব উপহার পেতাম ঠিকই কিন্তু আজ যেটা পেলাম সেটার মূল্য অপরিসীম। আমরা প্রত্যেক বন্ধু খুব খুশি।

সায়নের অন্যতম বন্ধু দেবাঙ্কুর বললেন, আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি এভাবেই আমরা নিজেদের জন্মদিনের উৎসব পালন করব। এতে যে স্বর্গীয় আনন্দ পাওয়া যায় তার কোনো তুলনা হয়না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments