eaibanglai
Homeএই বাংলায়বাচিক শিল্পী অমিত চট্টোপাধ্যায় স্মরন অনুষ্ঠান

বাচিক শিল্পী অমিত চট্টোপাধ্যায় স্মরন অনুষ্ঠান

সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরের সুপরিচিত বাচিক শিল্পী অমিত চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন ৮-ই জুন। দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় মর্মান্তিক এক দুর্ঘটনায় তাঁর অকাল প্রয়াণ ঘটেছে। অত্যন্ত জনপ্রিয় এবং মিষ্টভাষী এই আবৃত্তিকার ও অনুষ্ঠান সঞ্চালক কে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলেন দুর্গাপুরের বিভিন্ন শিল্পী এবং বিশিষ্ট মানুষেরা। ইস্পাতনগরীর মার্কনী এভিনিউ-এর স্বপন ব্যানার্জী স্মৃতি মঞ্চে ৩০ শে জুন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পৌরনিগম-এর পরিচালক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, এ.ডি.ডি.এর চেয়ারম্যান কবি দত্ত, সংগীতশিল্পী বিমল মিত্র,বুদ্ধদেব সেনগুপ্ত, আবৃত্তিকার গৌতম চক্রবর্তী, মিতা চৌধুরী সহ উল্লেখযোগ্য সংখ্যক স্বনামধন্য বিশিষ্ট মানুষ। কলকাতার বিশিষ্ট কবি ও গীতিকার শুভ দাশগুপ্ত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে অমিতের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনার ভিডিও ক্লিপস ও আলোকচিত্র প্রদর্শিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবদাস সেন।অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন মার্কনী দক্ষিণপল্লী দূর্গাপূজা কমিটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments