সংবাদদাতা, শান্তিনিকেতনঃ- দুপুরে খাবারের মান খারাপ। তার প্রতিবাদ করায় শিলিগুড়ি থেকে আসা একদল পর্যটক কে অশ্লীল গালাগালি ও মারধরের অভিযোগ উঠল শান্তিনিকেতনের একটি রিসোর্টের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে সন্দীপন চ্যাটারজী নামে ঐ রিসোর্টের মালিক কে আটক করে।
শান্তিনিকেতনের সোনাচুরির হাটে বেড়াতে আসা পর্যটক দলটি একটি রিসোর্টে ছিলেন। দুপুরের খাবার চাইলে, পর্যটক দলের পক্ষে মধুমিতা লাহা, সৌরভ লাহা অভিযোগ করেন- “পচা আলুর পোস্ত, ঠান্ডা জল মেশানো ভাত দেওয়া হয়। প্রতিবাদ করলে রিসোর্টের মালিক গনেশ ঘোষ আমাদের ওপর চড়াও হন। উনি মদ্যপ ছিলেন”। তাদের অভিযোগ, “উনি মহিলা সদস্যদের ওপর কুৎসিত অঙ্গঁভঙ্গিঁ করে অশ্লীন ভাষায় গালাগালি দিতে থাকেন”। আটক ম্যানেজার সন্দীপের অবশ্য বক্তব্য, “ভাত ঠান্ডা থাকায় ওরাই গালিমন্দ শুরু করে। টেবিল উল্টে মারধর করে এক সার্ভিস বয় কে”।











