সংবাদদাতা, কাঁকসাঃ- দীর্ঘদিন ধরে বেহাল পানাগড় বাইপাস সার্ভিস রোড। মূলত এই রাস্তা দিয়েই বহু ভারী যান চলাচল করে নিত্যদিন। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গত দুদিনের বৃষ্টিতে সেই গর্তে জমেছে জল এরফলেই সমস্যায় পড়েছেন চালকেরা। গর্তের গভীরতা বুঝতে না পেরে অধিকাংশ গাড়ি রাস্তায় চলাচল করার সময় গর্তে পড়ে বিকল হয়ে পড়ে থাকছে, ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসন কেউ এই বিষয়ে নজর দিচ্ছে না। ওই রাস্তা বর্তমানে মরণফাঁদে তৈরি হয়েছে রাস্তার উপরে উঠে এসেছে বোল্ডার বড় বড় পাথর, ভারী যান চলাচলের সময় সেই পাথর ছিটকে এসে আহত হচ্ছে স্থানীয়রা।