সঙ্গীতা চৌধুরী,বহরমপুরঃ- প্রতি বছরের ন্যায় এই বছরও বহরমপুরে থিম পুজো জমজমাট। বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে (থানায়) এইবারের থিম হল ভিটেমাটি। এই প্যান্ডেলে দেখা যাচ্ছে মাটির বাড়ি খড় দিয়ে ছাওয়া, সেই গ্রাম্য পরিবেশের মধ্যে কোনও মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন তো কোথাও কৃষক মাঠে লাঙ্গল টানছেন।
পুরাতন কান্দী বাসস্ট্যান্ডে এই বছর হয়েছে অম্বরনাথ মন্দির। ভৈরবতলাতে খুব সুন্দর ভাবে মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। ভৈরব তলার পর স্বর্গধামে বিখ্যাত শিল্পী যামিনী পালের নাতি অসীম পাল প্রতিমা তৈরি করেছেন। এই স্বর্গধামে অসুরের মুখের সাথে অনেকেই তিলোত্তমা কাণ্ডের ধৃত অপরাধী সন্দীপ ঘোষের মুখের মিল খুঁজে পাচ্ছেন।
অন্যদিকে লোয়ার কাদাই ও বৈশাখী সংঘের অপূর্ব মণ্ডপ সজ্জা ও লাইট অ্য়ান্ড সাউন্ডের থ্রি ডি শো মন কেড়েঠে দর্শনার্থীদের। এরপর ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের পাশেই ভট্টাচার্য পাড়া, এখানে থিম হয়েছে হর গৌরীর মিলন।
সেখান থেকে বেরিয়ে কিছুটা দূরে গেলে দেখতে পাবেন হরিবাবুর ঢালু, সেখানকার মন্ডপ দেখলে বাহুবলীর সেটের মিল খুঁজে পাওয়া যায়।
হরিদাস মাটির লিচু তলাতে এবারের থিম বুর্জ খালিফা। শিল্পী সংঘে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের বৈজ্যনাথ মন্দির, তার কিছুটা দূরেই অযোধ্যা নগরে থিম হয়েছে গুজরাটের আরাধনা ধাম।
গোরাবাজার ইউথ সেন্টারে অর্থাৎ শ্মশানের পাশের মাঠে থিম দেখলে গা শিউরে ওঠে। কারণ এখানকার থিম হয়েছে অলৌকিক, গা ছমছমে পরিবেশ ও পোড়ো বাড়ির ভেতরে ঢুকলেই দেখতে পাবেন ব্রহ্মদৈত্য থেকে কঙ্কাল।
সব মিলিয়ে পুজোর থিমে জমজমাট বহরমপুরের এই বছরের দুর্গাপূজা উৎসব।