শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- এই মুহূর্তে এখন “বাহারে আহারে খাদ্য মেলা’র আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন এখানকার মানুষ। এই প্রথমবার বাঁকুড়ার মাটিতে শুরু হওয়া এই মেলায় কি নেই? এক জায়গাতেই পাবেন হরেক রকমের খাবার।এই প্রথমবার বাঁকুড়ার লাল মাটিতে খাদ্য মেলা অনুষ্ঠিত হওয়ায় মেলায় ঘুরতে আসা প্রত্যেকেই ভীষণ খুশী। বিভিন্ন ধরণের লোভনীয় খাবার শুধু চোখে নয় ‘চেখে’ দেখার এমন সুযোগ কেউই হাতছাড়া করতে রাজী নন বলে অনেকেই জানিয়েছেন।চার দিন ব্যাপী চলা এই মেলার দিন গুলিতে প্রতিদিনই সন্ধ্যায় সাংস্কৃতিক জগতের স্বনামধন্যরা নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবেন। এ মেলা ঘিরে এখন চরম উন্মাদনা বাঁকুড়াবাসীর মধ্যে।


















