eaibanglai
Homeএই বাংলায়আজ বহুলাষ্টমী!এই তিথির মাহাত্ম্য শ্রবণেই পাপক্ষয়!

আজ বহুলাষ্টমী!এই তিথির মাহাত্ম্য শ্রবণেই পাপক্ষয়!

সঙ্গীতা চৌধুরীঃ– আজ ৭ ই কার্তিক ২৪ অক্টোবর আজ বহুলাষ্টমী তিথি। আজকে মধ্যরাত্রে অর্থাৎ রাত্রি বারোটার সময় রাধা কুন্ডে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ২৪শে অক্টোবর রাত্রি বারোটা মানেই কিন্তু ২৫ অক্টোবর পড়ে যাচ্ছে। আজ বহুলাষ্টমী। আজকের দিনে রাধা কুন্ডের আবির্ভাব হয়েছিল।

আজকের দিনে শ্রীকৃষ্ণ নিজের পায়ের গোড়ালির আঘাতে একটি কুন্ড তৈরি করেন, এরপর ভগবানের আহ্বানে এই কুন্ডে ত্রিভুবনের সমস্ত পবিত্র নদী অবস্থান করেন। এরপর রাধারানী ও তার সখীগণ ঠিক করেন তারাও এইকুণ্ডের পাশে আর একটি কুণ্ড নির্মাণ করবেন, তখন তারা সকলে মিলে হাতের বালা দিয়ে খুঁড়ে তৈরি করেন আরেকটি কুণ্ড। এরপর সেই কুণ্ড জল ভর্তি করবার জন্য রাধারাণী তার সখীদের নিয়ে ভগবতী গঙ্গা থেকে কলসী করে জল আনছিলেন।

কিন্তু জল আনতে অনেক সময় লাগবে বুঝে কৃষ্ণ ত্রিভুবনের সমস্ত নদনদীদের অনুরোধ করেন , ভগবানের কথায় ত্রিভুবনের সমস্ত নদী রাধারাণীকে এসে বললেন, আমাদের মনের ইচ্ছা এই যে, আমরা আপনার তৈরি করা এই কুন্ডে একসাথে অবস্থান করতে চাই, রাধারাণী তখন শ্যামের লীলা বুঝতে পেরে এই কথাতে সম্মত হন আর শ্যামকুন্ডের পাশে অবস্থান করা রাধাকুণ্ডে ত্রিভুবনের সমস্ত নদী অবস্থান করতে থাকেন তবে শ্রীকৃষ্ণ বলেন, শ্যাম কুন্ডের অপেক্ষাও রাধাকুণ্ডের মাহাত্ম্য অধিক। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিতে রাত্রে বারোটার সময় যিনি রাধা কুন্ডে স্নান করবেন তার মন গত ইচ্ছা পূর্ণ হবে। রাধে রাধে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments