শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় বাঁকুড়ার যুবকের তোলা ছবি নজর কাড়ল সকলের। ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি সংস্থা গুলির মধ্যে অন্যতম নেচার ইন ফোকাস ফটোগ্রাফি সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার যুবক রামপ্রসাদ দত্ত।
রামপ্রসাদ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। রাজ্য ও দেশের বিভিন্ন অভয়ারণ্যে পশু পাখির সুন্দর সুন্দর ছবি তুলে ইতিমধ্যেই নজর কেড়েছে সে। সম্প্রতি ব্যাঙ্গালোরে নেচার ইন ফোকাস ফটোগ্রাফি সংস্থা দ্বারা আয়োজিত প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে নিজের তোলা একটি ছবি পাঠিয়েছিলেন রামপ্রসাদ। আর তাতেই আসে সাফল্য। ২০২৪ সালে ভারত সরকারের স্টেট লেভেল মোবাইল ফটোগ্রাফিতেও প্রথম স্থান অধিকার করেছিলেন রামপ্রসাদ। এছাড়াও একাধিক সরকারি ও বেসরকারি প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন রামপ্রসাদ। প্রথমদিকে মোবাইলেই ছবি তুললেও, পরে সফলতা আসতে থাকায় প্রফেশনাল ফটোগ্রাফি শুরু করেন।
রামপ্রসাদের বাবা উত্তম দত্ত পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং মা গঙ্গা দত্ত গৃহবধূ। কেঞ্জাকুড়া মোলবনা হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে ফটোগ্রাফি নিয়েই সারাদিন ব্যস্ত থাকে রামপ্রসাদ।
ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি রামপ্রসাদের ছিল গভীর নেশা। সেই নেশাকেই বর্তমানে পেশায় পরিণত করেছেন তিনি। ভবিষ্যতে ভালোবাসা ও পরিশ্রমের মধ্য দিয়ে ফটোগ্রাফি নিয়েই এগিয়ে যেতে চায় বাঁকুড়ার এই ছেলে।





