eaibanglai
Homeএই বাংলায়বিদেশের মাটিতে বাঁকুড়ার শিল্পীদের চিত্র প্রদর্শনী

বিদেশের মাটিতে বাঁকুড়ার শিল্পীদের চিত্র প্রদর্শনী

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিদেশের মাটিতে হয়ে গেল বাঁকুড়ার চিত্র শিল্পীদের চিত্র প্রদর্শনী। বাংলাদেশের খুলনা আর্ট গ্যালারিতে ৩১ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী ‘ছবি মেলা’ অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশর চিত্র শিল্পীদের ৮০ টি ছবি এই মেলায় প্রদর্শিত হয়। প্রদর্শনীতে দুই দেশের মোট ৩১ জন শিল্পীর ছবি প্রদর্শিত হয়। তার মধ্যে ৬ জন চিত্রশিল্পী বাঁকুড়ার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড অল বেঙ্গল আর্ট সৌসাইটি ও খুলনা, বাংলাদেশের বিজয় ৭১ এর ব্যবস্থাপনায় এই ‘ছবি মেলা’র আয়োজন করা হয়েছিল।

এই ছবি মেলায় বাঁকুড়ার তালডাংরার তারকনাথ দে, সুব্রত পাল, বাঁকুড়া-১ নম্বর ব্লকের সিদ্ধার্থ কর্মকার, তারাপদ দাস, বড়জোড়ার সুব্রত পাল, বারিকুলের হেমন্ত মাঝিরা যোগ দিয়েছিলেন।

ওই ‘ছবি মেলা’য় অংশগ্রহণকারী বারিকুলের শ্যামসুন্দরপুর গ্রামের হেমন্ত মাঝি বলেন, ভিন দেশে গিয়ে এই ধরণের প্রদর্শণীতে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। ৮০টি ছবির মধ্যে তারও একটি ছবি প্রদর্শিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments