নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বুধবার দুর্গাপুরের সিটিসেন্টারের একটি অভিজাত বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল ‘বঙ্গ শারদ সুন্দরী’ ২০২৪। দুর্গাপুরের বিধাননগরের শাড়ি প্রতিষ্ঠান এক্সক্লুসিভ সিল্ক হাউসের পরিচালনায় এই ফ্যাশান শোটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ৯জন প্রতিযোগী। তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয়কে পুরস্কৃত করা হয়। বিচারকদের আসন অলংকৃত করেছিলেন দুর্গাপুর, বর্ধমান এবং কলকাতার বেশ কিছু প্রখ্যাত মানুষজন।
এদিন গণেশ বন্দনা ও সুন্দর নৃত্যের মধ্যে দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর শুরু হয় জমকালো ফ্যাশন শো। ‘বঙ্গ শারদ সুন্দরী’র উদ্য়োক্তা তথা এক্সক্লুসিভ সিল্ক হাউসের কর্ণধার বব সেনগুপ্ত জানান গত তিন বছর ধরে দুর্গাপুরের বুকে এই ফ্যাশন শোর আয়োজন করে আসছে তাঁর প্রতিষ্ঠান। এই বছর চতুর্থতম বর্ষ। আর এই ফ্যাশন শো বা সৌন্দর্য প্রতিযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর প্রতিযোগীরা। এই ফ্যাশন শোয়ে হাঁটতে গেলে উচ্চতা, সাইজ এই ধরণের কোনো বিষয় গুরুত্ব পায় না। যারা এক্সক্লুসিভ সিল্ক হাউসের সঙ্গে সারা বছর জুরে থাকেন, কেনাকাটা করেন একমাত্র তারাই এই ‘বঙ্গ শারদ সুন্দরী’র খেতাব পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন ও র্যাম্পে হাঁটার সুযোগ পান।
বব সেনগুপ্তের মতে অনেক মহিলারাই সুন্দর করে সেজেগুজে র্যাম্পে হাঁটার সুপ্ত ইচ্ছা থাকে, কিন্তু নানা কারণে হয়তো তা হয়ে ওঠে না। মহিলাদের সেই সুপ্ত ইচ্ছাকে সম্মান জানাতেই তাঁর এই উদ্যোগ।
এদিনের এই র্যাম্প শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ডক্টর সমতা বন্দ্যোপাধ্যায়, সুতপা বর্মন, সংঘমিত্রা সেনগুপ্ত, সুহীরা ব্যানার্জি এবং পাপিয়া রাও। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত ও রমাপ্রসাদ হালদার।