eaibanglai
Homeএই বাংলায়রিসোর্ট থেকে উদ্ধার চিতল হরিণ শাবক

রিসোর্ট থেকে উদ্ধার চিতল হরিণ শাবক

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সোমবার বাঁকুড়ার জয়পুর বনদপ্তর স্থানীয় জঙ্গল ঘেরা একটি রিসর্ট থেকে এক চিতল হরিণ শাবককে উদ্ধার করল। জানা যায় এদিন বিকেলে একটি শিশু হরিণ তার মায়ের সাথে ঘোরাঘুরি করছিল জঙ্গলে। সেই সময় জঙ্গলের জংলি কুকুরেরা তাড়া করে। মা হরিণ প্রাণ বাঁচাতে জঙ্গলে পালিয়ে গেলেও পালাতে পারেনি শাবক হরিণটি। জঙ্গিল কুকুর শাবকটিকে ধরে ফেললেও সে কোনওমতে প্রাণ বাঁচিয়ে স্থানীয় রিসর্টে ঢুকে পড়ে।

এরপর আহত হরিণ শাবকটিকে রিসর্টের বাগানে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় পর্যটকরা বনদপ্তরে খবর দেয় ও শাবকটি ধরে শুশ্রুষা শুরু করে। বনদপ্তরে কর্মরত এক কর্মী রিসর্ট সংলগ্ন এলাকাতে প্রতিদিন হাঁটতে যান। এদিনও হাঁটতে গিয়েছিলেন, তখন এলাকার মানুষ বিষয়টি তাকে জানালে তিনি ওই শিশু হরিণটিকে উদ্ধার করে জয়পুর বন দপ্তরে নিয়ে যান। সেখানে বনদপ্তরে কর্মীরা দ্রুত হরিণটির চিকিৎসার ব্যবস্থা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments