সংবাদদাতা,বাকুড়াঃ- এতদিন মূলত শহরের ১৯ নম্বর ওয়ার্ডেই সীমাবদ্ধ ছিল ডেঙ্গির সংক্রমণ। তবে এবার শুধু ১৯ নম্বর ওয়ার্ডেই নয় ডেঙ্গি ছড়িয়ে পড়ছে বাঁকুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডেও। পুরসভা সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত বাঁকুড়া শহরে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫২ জন। আর ডেঙ্গির এই বাড়বড়ন্তের জন্য পুরসভাকেই দায়ী করছেন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ গোটা এলাকা ঝোপঝাড়ে ঢেকে রয়েছে। নিয়মিত তা পরিস্কার হয় না । পাশাপাশি এলাকার নর্দমা গুলিতে জমে রয়েছে জল। ফলে বাড়ছে মশার উপদ্রব। তার সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
যদিও পুরবাসীরদের আনা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। তাঁর পাল্টা দাবি অধিকাংশ ঝোপঝাড়ের এলাকা ব্যক্তিগত হওয়ায় তা পুরসভার পক্ষে পরিষ্কার করা সম্ভব হয় না । পাশাপাশি এলাকার নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার করা হয় বলে দাবি করেছেন তিনি।