সংবাদদাতা,বাঁকুড়াঃ- পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বড়সড় দুষ্কৃতীকর্মের ছক। গ্রেফতার এক দুষ্কৃতী। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুরের তালডাংড়া থানা এলাকার।
জানা গেছে গতকাল গভীর রাতে পুলিশের কাছে খবর আসে বিষ্ণুপুর সংলগ্ন এলাকায় কিছু অজানা ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। যাদের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক। এরপরই তৎপরতা শুরু করে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে প্রত্যেক থানা তাদের এলাকায় নাকা চেকিং শুরু করে ও মোবাইল গাড়ির সংখ্যা আরো কয়েকটি বাড়িয়ে দেয়। এরই মধ্যে রাত তিনতে নাগাদ পুলিশর খবর পায় তালডাংড়া থানার আমডাংড়া ফাঁড়ির আমডাংড়া বাজারের একটি জুয়েলারি দোকানের দেওয়াল ভাঙার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। তখনই মাইল খানেক দূরে থাকা আমডাংড়া ফাঁড়ির টহলদারি-গাড়িটি ছুটে ঘটনাস্থলে ও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। তার কাছ থেকে একটি ইম্প্রোভাইস্ড ফায়ার আর্মস ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার হয় তালা,দরজা ও দেওয়াল ভাঙার কিছু যন্ত্রপাতি।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার নাম ধারা সিং, বয়স ৪৩। বাড়ি উত্তর প্রদেশের বদায়ুন জেলার কাদেরচকে। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে ধৃত ওই দুষ্কৃতী স্বীকার করে কয়েকজন সঙ্গীর সঙ্গে এলাকার একটি জুয়েলারি দোকানে হানা দেওয়ার চেষ্টা করছিল তারা। ওই ঘটনার পর থেকে বাকি দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। কয়েকটি দল তৈরি করে সংলগ্ন বনাঞ্চলে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে ধৃত ব্যক্তিকে আজ আদালতে পেশ করা হয়।