সংবাদদাতা,বাঁকুড়াঃ– স্বাধীনতা দিবসের প্রক্কালে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষ্যে বুধবার বিকেলে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সিআইএসএফ ইউনিটের পক্ষ থেকে একটি বাইক র্যালি আয়োজন করা হয়। র্যালিটি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের ভিতর থেকে শুরু হয়, সমগ্র আবাসন পরিক্রমা করে, দুর্লভপুর বাজার পরিক্রমা করে আমডাঙা সিআইএসএফ কলোনিতে শেষ হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান পি পি সাহ , সিআইএসএফ কমান্ডেন্ট সনু সিং সিখরবার সহ একাধিক আধিকারিক।
দেশের স্বাধীনতা ৭৫ তম বছরে দেশবাসীর মাধ্যে দেশপ্রেম আরও নিবিড় করতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। যেখানে দেশবাসীকে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছিলেন তিনি। ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট এই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই প্রতিবছর পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি।