নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- এক কিশোরকে খুন করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার তিন বন্ধুর বিরুদ্ধে। মৃত কিশোরের নাম অয়ন সিকদার, বাঁকুড়ার বড়জোড়া থানার বড়মানা গ্রামের বাসিন্দা। মৃতের মা অনিতা সরকারের অভিযোগ চলতি মাসের ১৩ তারিখ দুপুর ১২ টা নাগাদ তার ছেলেকে তার এক বন্ধুর বাড়ির ট্রাক্টর ধোয়ার নাম করে ডেকে নিয়ে যায় তার তিন বন্ধু। এরপর দুপুর দেড়টা নাগাদ অনিতা দেবীকে ফোন করে তার এক প্রতিবেশী জানান তার ছেলে জলে ডুবে গেছে, ঘণ্টাখানেক ধরে তার খোঁজ মিলছে না। খবর পেয়েই অনিতাদেবী ও তার পরিবারের লোকজন নিকটবর্তী নদীর ধারে ছুটে যান। কিছুক্ষণের মধ্যেই নদী থেকে অচৈতণ্য অয়নকে উদ্ধার করে তার পেটে চাপ দিয়ে জল বার করার চেষ্টা করা হয়। কিন্তু তার পেট থেকে কোনো জল বের হয়নি বলে দাবি অনিতাদেবীর। এরপরই তাকে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অনিতাদেবী জানান, ওই দিন তিনি নদীতে গিয়ে দেখেন তার ছেলের তিন বন্ধু দাঁড়িয়ে রয়েছে। কি করে তার ছেলের এই অবস্থা হল তা জানতে চাইলে তিনজনই কিছু জানে না বলে জানিয়ে দেয়। অনিতাদেবীর দাবি নদীর কাছেই বাড়ি হওয়ায় পরিবারের অন্যান্যদের মতো অয়নও ভালো সাঁতার জানতো এবং প্রায়ই নদীতে স্নান করতে যেত। এছাড়াও তার ছেলের পেট থেকে জল পাওয়া যায়নি। ফলে ওই নদীতে কিছুতেই তার ছেলে তলিয়ে যেতে পারে না। তার ছেলেকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল বলে দাবি করছেন তিনি। অন্যদিকে এই মর্মে বড়জোড়া থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সেই অভিযোগ নেয়নি বলেও অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য়ের আবেদন জানিয়েছেন সন্তান হারা এই মা।