সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে সাঁওতালি ভাষার পত্র পত্রিকার একটি অস্থায়ী স্টলে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রানীবাঁধে পথ অবরোধ করে বিক্ষোভে সরব হলেন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে খাতড়া ঝিলিমিলি রাজ্য সড়কের ধারে আদিবাসীদের ধর্মস্থান হিসাবে চিহ্নিত একটি জায়গার পাশে সাঁওতালি ভাষার পত্র পত্রিকার একটি অস্থায়ী স্টল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন রতনলাল হাঁসদা। গতকাল আচমকাই একদল দুষ্কৃতী ওই স্টলে হামলা চালিয়ে স্টলটি গুঁড়িয়ে দেয়। অভিযোগ স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের একাংশের মদতেই ওই স্টলে হামলা চালানো হয়। অন্যদিকে ঘটনার কথা জানাজানি হতেই গর্জে ওঠে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। গতকাল বিকালে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সমাজের মানুষজন রানীবাঁধে জমায়েত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে সরব হন। শুরু হয় রাস্তা অবরোধ। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলার পর অবশেষে স্থানীয় রানীবাঁধ থানার পুলিশ ও শাসক দলের স্থানীয় জন প্রতিনিধিরা অবরোধস্থলে পৌঁছে দুষ্কৃতীদের চিহ্নিত করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।